আঁধারের দুঃখ আড়ালে যে রয়
দেখিতে পায় না কেউ তাহারে,
যা আসে প্রকাশে তা নয় বাস্তব
বাস্তবতা রয়ে যায় আঁধারে।
চোখ খুলে সবে ফাঁকি দিয়ে যায়
বাঁধে না কিছুই আজ বিবেকে,
নেই মানবতা নেই সরলতা
চোখ বন্ধ করে যায় যে দেখে।
আপন যে নেই সব আজ পর
তাই আজ নেই কিছুই স্থির,
বাধা দিতে আজ সকলেই জানে
তাই তো চলার গতি যে ধীর।
মিটে না যে আশা শুধু আরো চাই
অহংকারে মন হয়েছে ভরা,
কারো মাঝে আজ নেই নিয়ন্ত্রণ
সকলের আজ ভীষণ ত্বরা।
বেদনার তীর গেঁথে যাক মনে
তবু যে সম্মুখে হাসিতে হবে
আজ সব মেকি মরিচীকা ডাকা
আগামীতে আরো কী জানি রবে?