নতুন করে ছন্দ গড়ে
বাড়তে হবে আগে,
নতুনত্ব জাগুক এবার
মনের অনুরাগে।
চাই না যে আর পড়তে খসে
চাই না যে আর থাকতে বসে
দেখতে হবে কেমন করে
সত্যি হৃদয় জাগে।
নতুন করে ছন্দ গড়ে
বাড়তে হবে আগে।।
সুদূরের পথ খুলে এবার
মেটাতে চাই দ্বন্দ্ব,
পেতে হবে ঠিক সুদূরের
এবার মধুর গন্ধ।
মোকাবিলা করে ধাঁধার
হতে হবে ঠিক নদী পার
সঠিক পথে চললে যে সব
মিলবে আপন ভাগে।
নতুন করে ছন্দ গড়ে
বাড়তে হবে আগে।।