অতিক্রম ঠিক করতে হবে
এবার সকল বাধা,
প্রয়োজনে পার হতে ঠিক
হবে পথের কাঁদা।
বসে থাকলে হবে না আর
খুলতে হবে বন্ধ সব দ্বার
প্রয়োজনে সমাধান ঠিক
করতে হবে ধাঁধা।
অতিক্রম ঠিক করতে হবে
এবার সকল বাধা।।
যা হবার তা হবেই যে ঠিক
দেখবে না তাই ফিরে,
সকল কিছুই ভবের মাঝে
আছে তোমায় ঘিরে।
আরাম থেকে বের হলে তাই
চলার পথে ঠিক মিলবে ঠাঁই
সত্যের পথে চললে দেখবে
সকল কিছুই সাদা।
অতিক্রম ঠিক করতে হবে
এবার সকল বাধা।।