আনন্দে কাটাও দিন
দেবাশীষ দেব
জীবনের যে প্রতিটি দিন
হাসি খুশি উৎসবের দিন,
হিংস নিন্দা ভুলে গিয়ে
আনন্দেতে হও সবে লীন।
আমার থেকে তুমি বড়ো
তোমার থেকে আমি বড়ো,
কাটাকাটি করে ফেলো
শেষের বেলায় কে হয় বড়ো ?
অহংকারে পতন আসে
ইতিহাস তার সাক্ষ্য আছে,
অসৎ হলে, শাস্তি পাবে
থাকবে না কেউ তোমার কাছে।
সম্মান দিলে সম্মান পাবে
নড়চড় ঘটায় মূর্খরা যে,
তাই বলে কি দুঃখ করবে
কর্ম করো সমাজ মাঝে।