ভোর হয়েছে ছোট্টো খুকু
ছুটছে একা একা,
মনের মাঝে কতো খুশি
ফুল বাগানে দেখা।
কতো রঙের ফুল কুড়াচ্ছে
আনন্দেতে মেতে,
লাল নীল ফুলের গন্ধে আকুল
রাখছে মনে গেঁথে।
ছোট্ট ছোট্ট পায়ে খুকু
চলছে একে বেঁকে,
প্রকৃতির ঐ কাছ থেকে যে
নতুনত্ব শেখে।
হাসি খুশির দিন যে তাহার
এমনভাবে চলে,
ইচ্ছে খুশি মনের মতো
মনের কথা বলে।