আলো যখন জ্বলবে মনে
বুঝবে নতুন জীবন পেলে,
উড়বে তখন নীল আকাশে
তুমি আপন পাখা মেলে।
লহর যখন উঠবে মনে
চলতে হবে তোমায় তখন,
সুরে সুরে চলতে হবে
নিজেকে ঠিক করে আপন।
দেখো তোমার মনের ভুবন
অনেক কিছু পাবে সেথায়,
ব্যর্থ তুমি থেকো না তাই
এই ভুবনে কারোর আশায়।
গভীর ইচ্ছে থাকলে মনে
করতে পারবে লক্ষ্য স্পর্শ,
দৃষ্টি তোমার শুদ্ধ রাখো
দেখবে তখন মনের দৃশ্য।
চেতনায় যে দেখবে তুমি
এই জীবনের সকল সৃষ্টি,
তাই তো তুমি নিজের প্রতি
দাও হে এবার মনে দৃষ্টি।
সম্পূর্ণতা পূর্ণতার ঠিক
ভবে তোমায় দেবে আভাস,
নিজের উপর নিজে তুমি
সতত তাই রাখো বিশ্বাস।।