কাশফুলের ওই মধুর হাওয়ায় আগমনীর আভাস,
চারিদিকে মা মা ধ্বনি আসছে মৃদু সুবাস।
নীল আকাশে শরৎ হাসে নিত্য নতুন ছন্দে,
মেঘগুলো যে উড়ে চলে কতই না আনন্দে।
থমকে সময় লয় পেয়েছে আগমনীর গানে,
সাগরের ঢেউ চলছে ছুটে উচ্ছাস কী তার প্রাণে।
ফুল ফুটেছে হরেক রকম শিউলি আছে তাতে,
বাজছে বাঁশির মধুর সেই সুর চলছে সাথে সাথে।
মায়ের জন্য এক বছরের এই অপেক্ষার শেষে,
আসিবেন মা দুর্গা এবার ঠিক নতুনের বেশে।
বরণডালা নিয়ে সবাই জননীর অপেক্ষায়,
আগমনীর মৃদু দোলায় দিচ্ছে সকলেই সায়।
এসো এসো এসো মা গো আগমনীর আভায়,
মেতে উঠলো ভুবন এবার ভক্ত বৃন্দের চাওয়ায়।।