নিজেকে বুঝে এবার, পেতে হবে ঠাঁই
এই ভবে আপনারে, খুঁজো তুমি তাই,
দেখো খুলিয়া আপন, হৃদয়ের দ্বার
তরী তখন তোমার, হবে ঠিক পার।
কারোর আশায় তুমি, থেকো না যে কভু
থাক বাধা পার করে, যাও তুমি তবু,
মেটাও তুমি আপন, হৃদয়ের জ্বালা
রেখো না গো আপনারে দিয়ে কভু তালা।

পিছুটান দেখো তুমি, নাহি যেনো থাকে
যাও নদীর মতন চলে আঁকেবাঁকে,
একদিন মিশে যাবে ঠিক মোহনায়
আপনারে দিয়ে শুধু যাও তুমি সায়।
ভুলিয়া যেয়ো না তুমি তোমার শপথ
যে যাই বলুক ভবে, দেখো নিজ মত।।