কোন ফুল ফুটেছে এখন,বসন্ত এসেছে কি আসেনি
প্রকৃতি তার সাজে এখনও সেজেছে কি সাজেনি
শ্রমিক, তুমি কি দেখবে ,তুমি তো মজুরি পাওনি
শ্রমিক,তুমি তো এসেছ খাটতে শুধু হাড়ভাঙা খাটুনি
শ্রমিক,তোমার পৃথিবী তুমি পাওনি কখনো,যদি পেতে
বলো ওই হাড়ভাঙা খাটুনি কি তুমি খাটতে?--শোনাতে
পৃথিবীকে বিদ্রোহী গান কোনো, দাওনি আজও তুমি শ্রম
কবিরা কবিতা লেখে বটে,তাতে কি বদলায় দুনিয়ার রং
দেখো অর্ধেক পৃথিবীর হতে অর্ধেক গল্পও নেই,ঐ আগুন
রাঙা রঙে দেখিনি আকাশ কতদিন--দুটো ভাত আর নুন
পেতে যে দুনিয়ায় কোকিল গায় তার শোষিত দিনের গান
সেথায় গোলাপ ঝড় তুলুক,না তুলুক,সদা সত্য ভাসমান
তবু সেই মায়াবী রাতটাই চাই--যে রাতে যে কোনো সঙ্গীতে
পথহারা পেতে পারে হারানো পথ,রাতের যে কোনো কবিতাতে
আঁধারে ধার দিতে পারে কবি আলোর আকাশ তার, ক্ষুধার
ইতিহাস ক্ষুধাকে জয় করে উর্ধ্বে উঠুক যে কোনো বশ্যতার