পৃথিবী সত্যিই অদ্ভুত।সবাই প্লাস্টিকের গোলাপ কিনে বাড়ি নিয়ে যায়; না থাক তার গন্ধ বা জীবনের বিন্দুমাত্র ছোঁয়া,
সে তো মরে যাবে না,কখনো ক্ষয়ে যাবে না তার রূপ বা রং।
এটাই সবাই ভাবে,সবাই ভাবে একবার কিনে নিলেই আর তো কিনতে হবে না গোলাপ।সবার এমন গোলাপ চাই,যা থাকবে
যুগ যুগ,কোনো ক্ষতি নেই তা হোক না যতই নকল।

সারাদিন আর এদিকে আমি সত্যিকারের গাছের গোলাপ
নিয়ে বসে থাকি দিনরাত,কিন্তু কেউ আসে না কিনতে,কেউ আসে না।আমার মনের সব ক্ষোভ ধীরে ধীরে নিতে থাকে
রূপ এক অন্যায় অভিযোগের--কেনো কিনে না মানুষ একটা সত্যিকারের গোলাপ,যার আছে সত্যিকারের রূপ,রং,আর গন্ধ,যার চারপাশে সুগন্ধিত বাতাস?

শেষে জাগে অনন্য এক বোধ।কেনো গাছের সত্যিকারের গোলাপ হবে এত ক্ষণস্থায়ী,এত কম কেনো হবে জীবন তার,
যে সকালে ফুটে বিকালে মরে যাবে?
সত্যিই তো গাছের সে গোলাপ কেনো মানুষ কিনবে?

সবই যখন সেই সত্যিকারের গাছের গোলাপের দোষ,তার দায়
সে ছাড়া কে নেবে আর? মানুষ যুগ যুগ বুঝে নেয় শুধু তার
সুবিধা আর স্বার্থের অধিকার।গাছের গোলাপ যদি দীর্ঘজীবী
না হতে পারে,তখন অন্য রাস্তা তো বাছবেই বাছবে এ পৃথিবী।