তুমি নাকি অবতীর্ণ হও –
কলসীটা কানায় কানায় ভরে গেলে , - নোনা জলে ।
কলসী তো কানায় কানায় পূর্ণ ;
নোনা জল উপচে পড়ে ডুবিয়েছে মনের ঘর ,
মন আজ বানভাসি ।
সাগর তীরের গ্রাম জলোচ্ছাসে ভেসে যায় ।
হয়তো , ক্রমে নোনা জল সরে ;
জমি পড়ে রয় অনাবাদী হয়ে ।
এরপর শুরু হয় বর্ষার মরশুম ,
ঝরতে থাকে প্রতিশ্রুতির বৃষ্টি ।
গোদের উপর বিষ ফোঁড়া ।
তুমি অবতীর্ণ হও ,
সশরীরে , - প্রতিশ্রুতি না দিয়েই –
কলসীটা কানায় কানায় ভরে যাওয়ার আগেই ।।