ক্ষুধার্ত মানুষগুলো হয়েছে লোভের শিকার ;
বাতাসে তাই আজ বারুদের গন্ধ ।
বিষাক্ত বাতাবরণ মেটাবে পেটের খিদে ;
জেগে থাকা চোখ , - তবু বিশ্বাস আজ অন্ধ ।
শিকার বানিয়ছো যারা , তারা
বাতানুকুল , নিরাপদ ঘরে নিজেকে করেছো বন্দি ।
স্ফীতোদর , - তাই , খিদেটা জমেছে অন্য কোথাও ;
মস্তিষ্ক জুড়ে শুধু শত সহস্র ফন্দি ।
কতোদিন আর নিজেদের বাঁচাবে তোমরা ?
কাঁচের ঘরে থেকে , অন্যকে মেরেছো ঢিল ।
বারুদের গন্ধ একদিন ঠিক এসে লাগবে নাকে ;
যতই দাও না দরজায় এঁটে খিল ।
বাঁচতে চাও ? ওদের প্রাপ্য অধিকার দাও ফিরিয়ে ;
এখনো সময় আছে হাতে ।
ওদের চাহিদা তো বেশী নয় , –
ওরা চায় – ওদের সন্তান যেন থাকে দুধে-ভাতে ।।