তুমি দিয়েছিলে ।
কিন্তু, পরে সেটা খুঁজতে গিয়ে দেখি,- নেই ।
তন্ন তন্ন করে খুঁজেও পাইনি ওটাকে ।
তুমি সত্যিই দিয়েছিলে ?
না কি? ভুল করে... ।
এই বেরোজগারীর বাজারেও গায়ে গতরে খেটে রোজগার করতে পারি ।
রোজগারের টাকায় প্রয়োজনীয় সবকিছু কিনতেও পারি ।
শুধু, ওই একটা জিনিস ছাড়া ।
তাই, যদি ভুল করে দিতে ভুলে গিয়ে থাকো –
মনে করে, এবার দেখা হলে দিও ।
না হয়, আর একবার দিচ্ছ মনে করে দিও ,
যদি মনে হয়, হারিয়ে ফেলে থাকি আমি নিজেই ।
ওটার ভীষণ প্রয়োজন আমার ,
তাই… ।
তুমি কথা দিয়েছিলে ।।