শূণ্যতার মাঝে পূর্ণতার প্রলেপ লাগায়
তোমার স্পর্শ ।
বিষন্নতার জগতে আনন্দের হিল্লোল তোলে
তোমার হর্ষ ।
বিচ্ছিন্নতাকে সম্প্রীতির বাঁধনে বাঁধে
তোমার ভালোবাসা ।
পরিসমাপ্তির বুকে
তোমার আগমন
জাগিয়ে তোলে নতুন আশা ।।