You told -
With
Every bit of
Love
Coming from
Our
Mind and
Everything …
I ask you …
আমি বলেছিলাম –
সুপ্রিয়তম, তোমাকেই আবাহন,
স্বাধিকার দিনু আজি আপনার মনে;
গরবিত আমি তোমার পরশ পেয়ে,
তব জয়গান বন্দিত প্রতি ক্ষণে ।
মর্ম আমার বাঁধা পড়িয়াছে তোমারই প্রেমের ঋণে ।।
… আমি তোমাকে চাই।।
You have told -
From the rise to the set,
In my feeling and faith,
You will be with me like a ray of light
to continue my fight…
আমি বললাম –
উদয় থেকে অস্ত অবধিতে ,
থাকবে তুমি আমার সাথে সাথে ;
তোমার আলোয় আলোকিত হয়ে ,
চলবো আমি আমার জীবন পথে ।।
According to you -
You and me,
The most beautiful flower of the universe,
And a deep thirsty bee...
আমার কাছে –
গুনগুনিয়ে, ভ্রমর হয়ে উড়ে,
সারা ধরা ঘুরেছি যে কতো;
অবশেষে তোমায় পেলাম আমি,
আর কোনো ফুল নেই যে তোমার মতো।।
At last, finally -
A lonely dormant river,
through a infinite desert –
it has just passed over...
Finally it gets it’s absolute, ultimate destiny,
it reaches the sea...
It is the end of all it’s agony…
অবশেষে, পরিশেষে –
অন্তহীন মরুভূমির বুক চিরে,
বহেছিল নিঃসঙ্গ ফল্গুধারা;
মিলিয়াছে আজ মহাসাগরের মাঝে,
আনন্দে তাই আজি সে আত্মহারা।।