অনেক ছোট বয়েসে লিখতে শুরু করলেও , দীর্ঘ সময় বাংলার বাইরে থাকার সুবাদে কবিতা লেখা প্রায় বন্ধই হয়ে গিয়েছিলো। কখনো কিছু লিখলেও , হারিয়ে ফেলতে সময় লাগতো না। একদিন হঠাৎই জানতে পারলাম বাংলা কবিতা ডট কমের কথা। তারপর থেকে কবিতা আর হারালো না। পাঠক পেলাম, আরও গুরুত্বপূর্ণ কিছু সচেতন আলোচক পেলাম। সেই সাহসে বইমেলার আগেই প্রকাশিত হবে আমার প্রথম একক কবিতার বই।
' তিনটি হত্যা ও আলুর চপ '
বাংলা কবিতা ডট কমের প্রাণপুরুষকে বলি ,' ভাই বয়েসে আপনি অনেক ছোট হবেন , কিন্তু কাজ আপনার অনেক বড়।'