আজকাল সুখ দুঃখের কথা বলতে বসলে ,
সুখের কথা প্রায় হয়ই না ,
যা হয় সবই দুঃখের কথা।
দুঃখগুলো এমন এলোমেলো করে রাখা,
যে দেখে অনেক বেশি বেশি মনে হয়।
কয়েকটা তো এমন বিবর্ণ, যে কে দিয়েছিলো
আজ আর তা মনে নেই ,
শুধু দুঃখটা অভ্যস্ত কোণে রয়ে গিয়েছে ।
তুমিও তো বইয়ের ফাঁকে পাতা - পাপড়ি জমাতে।
সেতো শীতের নিষ্ঠুর হাতে ঝরানো
মালির অযত্নে খসে যাওয়া
ফুল পাতা নয় ,
চোখ ঠান্ডা করা সবুজ পাতা,
বসন্তের আবির মাখা তাজা নরম পাপড়ি।
আজ সেই শুকনো পাতারা
আর আমার দুঃখেরা একসাথে
মিলে মিশে থাকে ,
মিশে থাকে দুই দুগুনে চারের সহজতায়
যেমন আমরা দুজনে দিব্যি মিলে মিশে আছি।