এমনি করেই বুঝি
সেই সাদা রঙের দরজা ছাড়া ঘরটায় ঢুকতে হয় ?
"আজ কেমন বোধ করছেন" প্রশ্নের উত্তর না দিয়েই !
হবেও বা ,
সব জানার কথা যে জেনেই যেতে হবে
তেমন দিব্যি তো কেউ দেয়নি।
কিন্তু কেন ? কেন তার আগেই
গান্ডীব তুলে ধরার শক্তিটা পর্যন্ত থাকে না ?
কবজিতে আর কবিতার পাখি এসে বসে না।
শীতের হাওয়ার নাচন, কাঁপনে বদলে যায়।
জেনে গেলে ভালো , নয়তো আবার এসে কলম ধরবো,
কবিতা দিয়ে বোমা বাঁধবো।
(কবিতাটি কবি মালিহা খানকে উত্সর্গ করলাম )