ইচ্ছেটা প্রজাপতি না মথ বুঝতেই
আমার উল্টো পায়ে চটি পড়ার শৈশব পেড়িয়ে গিয়েছিলো ।
তারপর ইচ্ছেটাকে কখনো গাড়ি বানানো ,
কখনো রাজবাড়ীর দিঘিতে চুবিয়ে দশ সেকেন্ডের মৃত্যু ভয় দেখানো ।
এই ভাবেই গোল খেয়ে আর গোল দিয়ে সে বাড়ছিলো ইচ্ছে মত।
চোখে জলের ঝাপটা মেরে আশেপাশে তাকিয়ে দেখি,
অন্যের সবার ইচ্ছেগুলো দিব্যি লম্বা টম্বা
কমপ্ল্যান বয় ,
আমারটাই কেমন যেন ভেতো , অপ্রতিভ
এই ফোর জীর যুগে কিলোবাইট মাপা ভেবলু ।
ইচ্ছেটা মারা গেল একদম নিজে না ভুগে
কাউকে না ভুগিয়ে , ভদ্রলোকের মতো ।
খবরটা আশে পাশে দিলাম ,
না দিলে ভালো দেখায় ?
সবাই শুনেই কপালে হাত ঠেকালো
আর ফেসবুকে লিখল , " আর আই পি" ।