সেই যে সেদিন ,
উপহাসের রাগিনীতে জলতরঙ্গ বাজিয়ে বলেছিলে ,
"যদি নতজানু হয়ে বসো,
যদি প্রেম ভিক্ষা করো,
তবে ভিক্ষা পাবে, প্রেম পাবে না। "
উদভ্রান্ত আমি বেরিয়ে পড়েছিলাম আমার যুদ্ধ রথে ,
কত জনপদের ঔদ্ধত্ব চাকার তলায় পিষে ,
শত্রু রুধির স্নাত তলোয়ার তোমার সামনে
এসে মেলে ধ'রলাম ।
তুমি আমার ললাটে পরালে বিজয় টীকা।
প্রেম দিলে না।