চাকুরিরতা পাত্রী
তোমার বাবার অন্য চাহিদা গুলোর মধ্যে প্রথমে ছিল।
বাকি যা সব , ফর্সা, সুন্দরী , শিক্ষিতা এসব তো
এক রকম ধরেই নেওয়া।
ফোটো, গণ , পরিবার এইসব ছেঁকে বের করে
পাঁচ সদস্যের কমিটি নিয়ে আমাকে
আর আমার বাবার চাপ নেবার ক্ষমতা যাচাই করতে,
যখন তোমরা আমাদের বাড়ি এলে ,
তখন আমি সাহস পাবার জন্য
রবীন্দ্রনাথের কবিতা খুঁজছিলাম প্রাণপনে।
মেয়ে কবিতা লেখে শুনে,
তোমার কাকা ছদ্ম ভয়ের একটা ভঙ্গি করে
সবাইকে বেশ মজা দিয়েছিলেন।
আমার বাবা তোমার মাইনেটা জেনে
আমারটা একটু কম করে বলেছিলেন।
'বর বড় না কনে' টা খেলাতেই শেষ ,
বর সবসময়েই বড়।
তাই বৌভাতের দিন তুমি আমার
ভাত , কাপড়ের দায়িত্ব নিলে সবাইকে দেখিয়ে।
ভালোবাসাটা তো আর দায়িত্বের মধ্যে পড়েনা।
তাছাড়া তখন তো দেখিনি কোন অলক্ষ্যে
দুস্পাঠ্য হরফে লেখা ছিল
' কন্ডিশনস অ্যাপ্লাই'