মেঘ ডাকছে , বর্ষা আসছে
চালটা সরিয়ে নাও ,
থালা বাটিতে ধরবো কতো ,
নোংরা জল তাও !

এক বিছানায় ছটা মানুষ ,
ভেজা নিচের মাটি ,
ভেজা চাদর , ভেজা কাঁথা
ভেজা নুনের বাটি।

মেঘ ডাকছে , বর্ষা আসবে
আসবে বৃষ্টি ঝেঁপে ,
ক্ষেত ভাসবে , ঘর ভাসবে
ধান কি 'দিবো মেপে ' ?

পরের লোকের দালান বানাও
চানের ছোটো পুকুর,
রাঁধার ঘর, বাড়ার ঘর
ছোটো ঘরে কুকুর।

ওদের মাথায় টুপি ছাতা ,
ওদের পাকা ছাত,
ওদের তরে ঘুমের বড়ি,
মোদের ভিজে রাত।

মোদের ঘরটা সারাও এবার
বর্ষা নামার আগে ,
থালায় ভাত , বাটিতে ডাল,
কত না কাজেই লাগে।