কবে থেকে কবিতা লিখতে শুরু করেছি মনে থাকার কথা নয়। তবে প্রথম লেখা গুলো গদ্য ছিল , পদ্য নয়। সহজ পাঠ পড়ার দিন থেকেই ছন্দ আমাকে টানতো । লিখতে শুরু করি স্কুল ম্যাগাগিনে , এখানে সেখানে। সাহিত্যক নারায়ণ গঙ্গোপাধ্যায় আমার পিসেমশাই ছিলেন , তাঁকে খুব কাছ থেকে দেখা , বাড়িতে প্রচুর বই থাকা , আমার সাহিত্য প্রীতির কারণ। ছন্দে লিখতে লিখতে ছন্দ ভাঙ্গার খেলায় মেতে উঠলাম। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় একটা লিটল ম্যাগাজিন বের করতাম। নাম ছিলো বার্ণিক । প্রতি সংখ্যা একটা বিষয়ের ওপর। এইসব লিটল ম্যাগাজিনের যা হয় বার্ণিকেরও তাই হলো। তার পর চাকরির সুত্রে দীর্ঘ আঠাশ বছর বাংলার বাইরে কাটালাম। বাংলার বাইরে থাকার দরুন , অন্য ভাষায় লেখালেখি শুরু করি। আকাশবাণীর জন্য কিছু নাটকও। এদিক ওদিক কিছু লেখা ছড়িয়ে আছে , কিন্তু পুস্তকাকারে কিছু নেই। একটি বহুজাতিক সংস্থার ভারতীয় অফিসের দায়িত্বে রয়েছি। পড়তে ভালোবাসি , বেঁচে থাকার স্বাদ পাই। লেখা , যখন না লিখে উপায় থাকেনা তখন।
আলোচনাটি ৯০৯ বার পঠিত হয়েছে।
প্রকাশের সময়: ২৯/১০/২০১৪, ০৫:০২ মি: