আর কেনো ? পশুদের এবার একটু খ্যামা দিন।
কোনদিন শুনেছেন, তিনটে বাঘ মিলে
একটা বাঘিনীর ওপর ঝাঁপিয়ে পরে ,
আপনাদের ভাষায় পাশবিক অত্যাচার করেছে ?
এক মাস ধরে ছাগল পুষে তাকে কাঁঠাল পাতা খাইয়ে মোটা করে ,
তার পর তার মাংসে ফিস্ট করেছে ?
গর্ব করার জন্য মানুষ বা হরিন মেরে
গুহার পাশে সাজানোর জন্য টাঙিয়ে রেখেছে ?
লিখুন না গল্প , কবিতা, প্রতিবাদের গান
দয়া করে পাশবিক শব্দটাকে একটু সমঝে ব্যবহার করুন।
ভালো থাকুন সুখে থাকুন আপনাদের ভার্চুয়াল সভ্যতায়।
শুধু পশুদের এবার একটু খ্যামা দিন।