জীবনের মানে ,সকলেই জানে
পাঠ্য বইতে গেলানো হয়।
বৃষ্টিতে ভিজে, বন্যায় নিজে
ডুবে , জানলাম সত্যি নয়।
তবে কি হাওয়া, ভরপেট খাওয়া
শীতল পাটিতে আরামে ঘুম !
প্রেম ভালবাসা, অপূর্ণ আশা
ভোরের সানাই এ বাঁচার ধুম।
কি করে বুঝবো, কোথায় খুঁজবো
গীতাঞ্জলি না বুড়ো আংলা ?
খুঁজে কি কাজ, শুনলাম আজ
জীবন মানে জী বাংলা।