আবার , আবার ভালবাসতে হবে
সেই যে কবে ,
ফেলে আসা ফুচকা দুপুর , রোলের বিকেল ,
বইমেলা আর পল ও মিশেল।
আবার হবে প্রথম চিঠি
সজল দিঠি
প্রথম ছোঁওয়া , প্রথম মানা,
ভালোবাসি বলতে হবে
নাকি তোমার সেটা ও জানা ?
আবার হবে হঠাত ছুটি ?
রাতের খাবার মিষ্টি রুটি।
উপমা , দোসা
নাছোরবান্দা আলুর খোসা।
থাকনা সেসব আঁজলা ভরে নৌকো সেঁচা,
সেই লটারী , মাসের শেষে কাগজ বেচা !
এই তো এখন রোদের দিনে জল দিতে হয় অনেক করে ,
আমি তুলি , তুমি ঢালো , বাগান খানা থাকুক ভরে।