আখতারীর "যেতে তোমায় দেবনা" ,
শুনে তুমি বললে , "ভালো !
আর কিছু নয় !
তবু সেই ভালো একবার শোনবার জন্য
লাল কার্ড দেখল , বোরো ফার্নান্ডিস।
গান লেখার চেষ্টায় দিন কাটালেন সুবোধ সরকার ,
চাঁদের পাহাড় থেকে হিরে ছুঁড়ে ফেলে চলে এলো শংকর।
আরো কিছু বললে , হয়ত গাজায় বন্দুকের বদলে বেজে উঠত গীটার,
মর্টারের শেলে মানি প্ল্যান্ট লাগানো হত।
তিস্তার জল হাসিমুখে ভাগাভাগি করে নিত
হাড়ি ভাগ হওয়া দুই ভাই।
এসব শুনে যদি হেসে ওঠো,
তবে সারা কলকাতার গোমরা মুখে ও
হাসি ফুটে উঠবে,
এক মুহুর্তে থেমে যাবে ট্রাফিকের ঝগড়া ,
বাজারের দরাদরি , দৃষ্টির হলদি অসুখ।
আমার সব হতাশা , না পাওয়ার কবিতা
ভালবাসার কবিতা হয়ে উঠবে |
কি ভাবছ ? এখনো ভালোতেই থেমে থাকবে ?
না একটু এগিয়ে আমার হাত ধরবে ?