দূর  থেকে  দেখে ,
হাটছে  তারা  ভিন্ন  পথ  ধরে .
দূরত্বটা  হইতঃ  অসীম , তাদের  ভাষা  ভিন্ন ,
সবকিছু  জেনেও  তারা  চায়না  হতে  বিচ্ছিন .

কিছুটা  স্তম্ভিত  আমি !
দেখি  দুজনের  চাওয়া - পাওয়াগুলো  চিন্তা  মাখা ,
যার  পুরোটাই  বিস্তীর্ণ  বালুর  কাথায়  ঢাকা ,
যেন  শেষ  সীমানা  দুরের  দেখা  মরিচিকা ,
তবুও  উজ্জল  এখনো  তাদের  অক্লান্ত  ভালবাসার  শিখা .

উদ্দীপ্ত  সেটা  বোঝা  যায় .
তাও  কেন  মনে  হয়   জানিনা  মাঝে -
বাধ  সেজেছে  কিছু  কিছু  কিন্তুতে ,
কি  চায়  তারা ?
এগিয়েই  চলে  অজ্ঞাত  আস্তানার  খোজে ..
  
           -স্পাইকার