পর থেকে এসেছে আদেশ দুগ্গা দিদি নাকি আসছে ফিরে ,
নদ -নদীদের বানডাকা বারণ সেজেছে সাদা কাশফুলে .
বাপরে বাপ এক বছর পর আসবে বলে আগাম সতর্কবাণী ,
দিদি থাকবে যতদিন চলবে নাকো কোনো মারপিট অশান্তি.
আসার আগে ঝামেলা আবার !
বায়না জুড়েছে এখন আবার সরস্বতী ,
সাদা কাপড় ছেড়ে চাই তাকে নতুন বালুচরী .
যেখান সেখান থেকে নিলেও আবার চলবে নাকো তার ,
মর্তে আসার পর করবে তার দোকানের খোজ খবর .
কার্তিকের আবার অন্য কথা ,
ব্র্যান্ডেড জিন্স ছাড়া সে শুনবে নাকো কারোর কথা ,
ময়ুরকে চায় সোনার চাদর ঢাকতে পেখম খানা .
ভাবছে এবার দিন-চারেক হাতে রাখবে বন্দুক বোমা ,
মর্ত্যে নাকি এই ফ্যাশনের বাজার বড়ই রমরমা .
লক্ষ্মি গনেশ আবার ভাবছে তারা
আসবে এবার মিছিল সমারহে ,
তাদের কথায় বাহন নিয়ে -
মিছিল করে- আসবো মোরা ট্রাফিক জামে .
কারোর কিছু করার থাকলেও করবে আবার কি ?
আসবো মোরা মাইক নিয়ে -
হিন্দি গানে কোমর দুলিয়ে -
মানব নাকো জনতাদের যতই বলুক ছি ..
থাকবে পুলিশ !
থাকতে দে তাদের রাস্তার মোড়ে মোড়ে ,
হাতে ধরিয়ে দিস কিছু টাকা -
একটা বিড়ি চায়ের সাথে .
বলে যদি কিছু , করে দিস দুগ্গা দিদির নাম,
আসছি মোরা বছর পরে করতে মর্ত্যে ধাম..... ..
-$piK^R