কবিতা  মানেই  তোমার  আমার  মতো  পাচটা  লোকের  কথা ,
কবিতা  মানেই  কবির  মনের  হরেক   সুখ  দুখের  ব্যাথা  .
কবিতা  মানেই  আবিরে  মাখা  সূর্য  ওঠার  কথা ,
কবিতা  মানেই  অস্তঃ  যাওয়া  কবিদের   গোপনে  হারানো  লেখা .

কবিতা  মানেই  রবীন্দ্রনাথের  সহজ  চিন্তার  আকাশ ,
কবিতা  মানেই  নজরুলে  ভরা  বিদ্রোহের  বাতাস  .
কবিতা  মানেই  সত্যেন্দ্রনাথের  আত্ম  ছন্দের  জাদু ,
কবিতা  মানেই  মধুসুদনের  গম্ভীর  শব্দ   কিছু .

কবিতা  মানেই  হাড় হিম  করা -বুক  জালানো  সুকান্তের  আগুন ,
কবিতা  মানেই  ভানুতে  পাওয়া  কিছু  বসন্তের  ফাগুন .
কবিতা  মানেই  জীবনানন্দের  গ্রাম  বাংলায়  হৃদয়  ধৌয়া  ,
কবিতা  মানেই  উড়তে  চাওয়া   মনের  স্ফুর্তিকে  খুঁজে  পাওয়া .  

            -শ্পাইকার