উড়ছে  যে  কাটা  ঘুড়ি  এখন  সিন্ধুর  পাড়ে ,
ঘর  খুঁজে  পাই  নাকো  সে .
বয়ে  যায়  জল স্রোতে  অদ্ভুত  খুশি  বুকে ,
তবু  কেন  ঘর  না  ফেরে .

পক্ষিরা  আজও  ডাক  দিয়ে  যায় ,
তবু  ঝড়  ওঠেনা  তার  দুনিয়াই .
প্রদীপ  নিভে  যায়  তার  দেরী  হয়ে  যায় ,
কিছুতেই  হার  মানে  না .
অভিমান  তাকে  কুরে খায়  কিছু  বলতে সে  চায়
আজ তবু  বলে  না .
চিত্কার   করেও  হাত  সে  না  পায় ,
আজ  শান্ত  সে  তাই  পাখা  মেলে  না .

হঠাত  এক  সুনামি  নিয়ে  যায়  ঘরখানি  তার ,
সে  জানে  না .
একা  আকাশে  ওড়ে ভাবছে  সেই  ভুল  ছিল  কার  !
উত্তর  আসে  না ..

               -স্পাইকার