তুমি কেমন আছো ,
উষ্ণ বুক-
আমার ভিতর-ভাজে-ভাজে-
সবুজ , বাদামী পশ্চিম ছদ্মাকাশে ?
তুমি কেমন আছো-
উষ্ণ নিশ্বাস । কেমন আছো ?
একটি উষ্ণ শ্বাস মানেই পুরনো হাইকু
ফিসফিসে-চিনচিনে নিত্য সারাংশ যন্ত্রণা
উষ্ণ বাঁশি হৃদয় ;
আমি কষ্টের পশ্চিমে তাকিয়ে দেখেছি
সূর্যে পোড়া উত্তাল সমুদ্র
মাতাল অবর্ণনীয় অলিভার ।
আমার বুকে’র পিছন-একাকীত্ব
এমন কি খোদাই হৃত্কোষ ,
ক্ষুধার্ত ঠাণ্ডা বৃত্ত খোঁজে ;
আমার ভিতর-ভাজে-ভাজে
উষ্ণ বিদায়ী বুক ।