এক

তোমার চোখে , আমি দেখেছি
মাইলের পর মাইল সৈকত
তোমার দ্বীপে অগোছালে-
এই যে আমি থেকেছি ক্ষণকাল ।

এবং হেসেছি । এবং
করেছি খুনসুটি
এটিই ছিল , সেরা ইতিবাচক ,
একটি মেঘলা দিনে
তোমায় ভুলাতে অভিমান ।

তুমিও ছিলে শিশু সুলোভ
আমিও ছিলাম শিশু সুলোভ
একই কাপড় থেকে কাটা
একসঙ্গে সেলাই , এপাশ ওপাশ
আমরা নিজেদের কে খুঁজে পেতে
তুমি শিখা
আমি মথ.....।।

দুই

কখনও কখনও
একটি বা দু’টি শব্দ
সব বলে দেয় ।
কখনও কখনও
বলা কথা ,ঠোঁটে এসে
বাতাসে হারিয়ে যায় ।

কখনও কখনও
একটি বা দুটি মজা
বিশাল আকাশে মেঘ চিহ্ন
কখনও কখনও
মেঘের আড়ালে
লুকিয়ে পড়া সূর্যে
ডেকে আনে জলের ছিটে ।

দুঃখ বা জয়
কে জানে ,
কখন আসে , কখন যায় ;
একটি শ্বাস বা দীর্ঘশ্বাস
দূর্গন্ধ তাজা বাতাস ।
একটি কবিতা
কবিতার শেষ পরিপূরক ।