যদি প্রশ্ন কর প্রেম-কে, প্রতারিত ক’র না ।

সত্য উত্তর হ’ল , যদি আমার হৃদয়-
খোলা থাকে ।ভালবাসতে ভয় পেয়ো না ।

যদিও আমার দু’চোখ সুখের অশ্রু ঝড়ায় । গুমোট দুখের মেঘে ।
আমার উত্তল বাতাস তোমাকে-
দূর অজানায় উড়িয়ে দিতে থামাবে ।

আমার এই যে হৃদয় , আমার হর্ষ সূর্য
আর তোমার রৌদ্র উজ্জ্বল প্রতিদিন ।

যদি  ব’লো প্রেম ও জীবন
আমাকে তুলনা করতে

আমি তবেই তোমার সাথে
ভাগ করতে ইচ্ছুক ভালবাসা-কে ।