চার দিকে বারুদ এর স্তূপ
গণতন্ত্র ভুলুন্ঠিত
কিছু বললে, বলে চুপ
সব কিছুই অবগুন্ঠিত
তুমি করবে সমালোচনা?
বন্দুকের নলের মুখে
মসৃন গণতন্ত্রে ওটাই গোচোনা
গরিব মরবে ভুখে
সমষ্টি নয় ব্যাক্তি বড়ো
সংজ্ঞা বদলেছে গণতন্ত্রে
প্রতিবাদ করবে? পচে মরো
আজকের নব্য রাজতন্ত্রে
সবটাই সংখ্যার খেলা
আর প্রতিশ্রুতি লঙ্ঘন
সাধারণ হয়ে অসাধারণ মেলা
নিয়ম কানুনের উল্লঙ্ঘন
অনেক হয়েছে ঢক্কানিনাদ
যুদ্ধ যুদ্ধ খেলা
তাকিয়ে দেখোনি আড়ালে লুকিয়ে কত মেঘনাদ
সময় এসেছে, ভাসিয়ে দাও মিথ্যার ভেলা