তুমি চাও তাজা লাশ,
আমি টানতে চাই রাশ |
তুমি করবে দুর্নীতি,
আমি ভেস্তে দেবো রণনীতি |
তুমি করছো সংবাদ এর কণ্ঠরোধ,
সবই চলার পথ এ অবরোধ |
তুমি ভাবছো গড়বে ইতিহাস,
সবই একালের পরিহাস |
গুটি কয়েক স্তাবক রাখছ তুমি ভাড়ারে,
প্রশংসার বন্যায় যাচ্ছ সেই দুয়ারে |
ওড়াচ্ছ হাজার অলীক কল্পনার ফানুস,
মানুষ কে মনে কোরোনা অমানুষ |