তুমিই সেই যাকে এতদিন খুঁজেছি
মেঘলা স্যাঁতসেঁতে দুপুর বেলা ছাতা মাথায়
কিংবা গনগনে রোদ্দুর এ আধপোড়া হয়ে ,
কখনো হাজার লোলুপ চাহনি কে ফুত্কারেউড়িয়ে দিয়ে
কখনো বা লজ্জার মাথা খেয়ে অতলান্তিক এর অতল জলে
ভাসতে ভাসতে তোমায় খুঁজেছি |
তুমি অধরা নও |
রুপোলী রেখার মতো বয়ে আসা ঘর্মাক্ত তোমায় আমি দেখেছি
অমানবিক পরিশ্রম এর পর আদুর গায়ে খাটিয়া তে যখন এলিয়ে পড়েছিলে
তোমার অজান্তে আমি তোমার শুশ্রূষা করেছিলাম, তোমায় বুঝতে দিইনি |
দিনের পর দিন অস্ফুটে বলতে চাচ্ছি, ভোর বেলার কিচির মিচির শব্দে
হয়তো কানে পৌঁছয় নি |
তুমিই সে যে স্বপ্নিল পুরুষ এর মত আমার কাছে |
তোমার পছন্দের বর্ণ গন্ধ আজও জানতে পারিনি
পৌরুষ আর পুরস্কারে নিজ বৃত্তের মধ্যে আবর্তিত |
চোখটা সরিয়ে দেখো মন্ত্রমুগ্ধ এর মতো শরীরী আত্মা তোমায় ছুঁতে চাইছে
বুঝিয়ে দাও রক্ত মাংসের শরীর আর মন সত্যি ধরা দেয় |