সবাই জানে তুমি মানুষ
ওড়াও কল্পনার ফানুস ।
জীবনটা তো গাছের মতো,
আঘাত আসবে কত !
ঝড়ের হাওয়ায় ভাঙ্গবে ডাল ,
অনেক কষ্টে ছাড়বে না তাল ।
গাইবে তুমি আপন মনে
নিজের ঘরের এক কোনে।
যুদ্ধে নামার গান ।
গলা শুকোবে, করবে জলপান।
মানুষ বলে করি লড়াই
আমাদের ওই একটাই বড়াই।
সূর্য ডোবে দিনের শেষে ,
ভাবতে বসি আবার হেসে।
কেন করবো বলিদান ,
গাইবো জয়ের জয়গান ।
রাত কাটালে আসবে ভোর
পাবো মনের জোর ।
লড়বো আবার প্রানপনে ,
ছন্দ লাগবে দেহমনে।