বাঙালি মা গর্বের সাথে বলে
ছেলে  বাংলা বুঝতে পারে,কিন্তু ইংলিশে চলে |
হিন্দি তো ওর দ্বিতীয় ভাষা
ইংরেজি টি ওর বড়ো খাসা
বাংলা শিখে হবে টা কি
ও বাংলায় থাকবে না কি ?
মা বলে না , বলে মাম্মী
গ্রানি বলে, বলে না ঠাম্মি |
ছেলের স্যুট বুট আর টাই
আমার সম্বল ওই শাড়ীটাই |
ছেলে বলে বাঙলাটা বড়ো বোকা বোকা
ছেলের ইংলিশ স্পিকিং চোখা চোখা
মাতৃভাষা-বাংলা , লিখতে হয় সলজ্যে ,
ইংরেজিটা যে ঢুকে গেছে একেবারে মজ্জে |
ছেলের মায়ের অহংকার
ইংরেজিই আমাদের অলঙ্কার |

কথিত আছে,
দেওয়ালের ও কান আছে
দেওয়াল থাকে না নিশ্চুপ
গর্বিত মা কে বলে অন্ধকূপ |
দেওয়াল বলে, ছেলে যখন অবচেতন মনে
হয়তো স্বপ্নের সন্ধিক্ষণে
ডেকে ওঠে ওমা বলে
কোথায় ইংরেজি ? যায় চলে ?

দুর্বলতার সুযোগে হাজির হয় হানাদার
দুর্বল, বিকৃত , অন্য ভাষা মিশ্রিত হয়ে বলে আমি বাংলা আর বাঙালির দাবিদার |
শুনতে হয়,চিত্ত যেথা ভোয় সুন্নো  ("চিত্ত যেথা ভয় শূণ্য")
নির্বিকার বাঙালির দর্পচূর্ণ |
বাংলা ভাষা যায় রসাতলে
রয়ে যায় স্মৃতির অতলে

দীর্ঘ লড়াইয়ে মাতৃভাষার স্বীকৃতি
অপসংস্কৃতি করবে বাংলার বিকৃতি !
আজ ও শুকোয়নি একুশের রক্ত
বুকে বয়ে বেড়ায় কোটি কোটি অব্যক্ত |

বাংলা ভাষা বাঙালির প্রাণ
ভোলা যায় না তার অঘ্রাণ
শস্য শ্যামলা নদী ঘেরা বাংলা
মনের অলিন্দে খোলা জানলা |


বাংলা সবাই কে আপন করে
আহ্বান করে নিজের ঘরে
এপার বাংলা- ওপার বাংলা
ভাগ করে নেয় ভিতর জানলা |

এত কথা বলে দেওয়াল থামে
সূর্য ডোবে, সন্ধ্যা নামে |
দূর থেকে ভেসে আসে কবিতায়-গানে
বাঙালি মজেছে বাঙালিয়ানার টানে |