নতূন চাদ উঠেছে...
আকাশ ভরে গেছে তার আলয় ।
সাদা মেঘ, ঝাপ দিয়েছে ,
সেই গঙ্গায়...

বাতাসের পাপরিতে ঝরে পরছে
পারিজাতের মধু।
ওত পেতে আছে লোলুপ পিচাশের দল।

বেজে গেছে মহাপ্রলয়ের ডঙকা,
ঝরে যাবে ... খসে যাবে...
নিশ্চি্ন্হ হবে ধরনীর শঙকা।