আমি কি সত্যিই বড় হয়ে গেছি...?
অনেক বড়......
সবাই তো তাই বলে
কিন্তু আমার মন তো সে কথা বলে না ।
সে তো এখনও সেই ছোটই আছে ।
সে তো এখনও মায়ের স্নেহ মাখানো
আঁচলের নিচে থাকতে চায় ।
মায়ের কোমল হাতের স্পর্শ পেতে চায় এখনও ।
এখনও তো ইচ্ছে করে
মায়ের কোলে মাথা রেখে রূপকথার গল্প শুনতে ।
পক্ষীরাজের ঘোড়ায় চড়া রাজপুত্রের কথা ।
মাঝে মাঝে আবার
মায়ের চোখ গোল গোল করে
বকুনি শুনতে ইচ্ছে করে ।
পড়ার সুবাদে নিজের গ্রাম ছেড়ে
শহরে আছি বটে
কিন্তু মন তো সেই পড়ে আছে মায়ের কাছে ।
কখনো কখনো মনে হয়
এক ছুট্টে মায়ের কাছে চলে যাই ।
ফিরে যাই ছোটবেলার সেসব দিন গুলিতে ,
যেখানে চারপাশ ঘিরে থাকবে শুধু
মায়ের স্নেহ , মমতা , ভালবাসা ।