হারিয়ে গেছে ছেলেবেলা ,
স্মৃতি গুলো শুধু পড়ে ।
সুখের সেদিন বিলুপ্ত প্রায় ,
ব্যাস্ততার এই ভিড়ে ।
মায়ের ডাকে বিছানা ছাড়া ,
গুডমর্নিং মা ।
ঢং ঢং ঢং দেওয়াল ঘড়ি ,
জানান দিচ্ছে ন 'টা ।
ঘড়ির কাঁটা দশ ছুঁই ছুঁই ,
স্কুলে যাওয়ার তাড়া ।
বেঞ্চ নিয়ে দখলদারি ,
হইহুল্লড় আর কত মজা ।
ব্রেকের সময় মশলামুড়ি ,
কখনো ফুচকা বা আইসক্রিম ।
সত্যি আর পাব না ফিরে ,
স্কুল লাইফের সেই দিন ।
ছুটির ঘণ্টা বাজলে পরে
হইহই কলরব ।
এক দৌড়ে বাড়ি ফেরা
অতীত এখন সব ।