স্বামী বিবেকানন্দের ভাষায় -
" মুচি , মেথর সকলে আমার ভাই "
সত্যিই কি তাই ?
আজকের সমাজ তো সে কথা বলে না ।
পেছন ফিরেও তাকায় না তাদের দিকে ।
ধনী -গরিব ,উচ্চ - নীচের ভেদাভেদ
বরং ক্রমবর্ধমান ।
সমাজ কে এগিয়ে নিয়ে যাওয়ার
চাবিকাঠি যাদের হাতে
তারাই কিনা নীচ ,অচ্ছুৎ, অস্পৃশ্য !
মুচির তৈরি জুতো পরতে তো কোনও লজ্জা নেই ...।
কুমোর - কামার - ছুতোর এর তৈরি
কোনও সরঞ্জাম ব্যাবহারে তো  বাধা নেই ...।
যে কৃষক সারাদিন রোদে পুড়ে ,
দুবেলার খাওয়ার মুখে তুলে দেয় ,
তার প্রতি এত অবিচার ,অবমাননা কেন?
উন্নতির চূড়ান্ত শিখরে পৌঁছেও
আধুনিক এ সমাজ
উচ্চ নীচ ,জাতপাতের ভেদাভেদে জর্জরিত কেন?
কেন এক সুরে বলতে পারি না -
"সকলের তরে সকলে আমরা
প্রত্যেকে আমরা পরের তরে "