তুমি শিল্পী হলে -
স্রষ্টাও বটে ।
লেখনী কিংবা তুলির টানে
জেগে ওঠে সারা দুনিয়া ।
পিছিয়ে পড়া সমাজ ও জাতি
তোমার ভাবনাতেই যেন অনুপ্রানিত হয় ।
তোমার চিন্তাধারার মধ্যে নিহিত থাকে
দেশ ও দশের ভবিষ্যত ।
তোমার কল্পনায় আবেগে ভেসে
স্বপ্ন দেখতে শুরু করে তরুন প্রজন্ম ।
তবে তুমি স্রষ্টাই হলে কিনা !
বাস্তবের রঙ - তুলি দিয়ে
এঁকে চলো কত সততার ছবি ।
অসত্যের যেখানে বিন্দুমাত্র ঁঠাই নেই ।
ব্যতিব্যস্ত লেখনীটার মাথামুণ্ডু হীন ভাবে
লিখে চলা কথা গুলিই হয়তো ,
জীবনে এগিয়ে চলার মূল চাবিকাঠি ।
তাহলে !
তুমি তো সেই স্রষ্টাই হলে ।
দেশ গড়ার আসল কারিগর ।
সমাজ ও জাতি কে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান কাণ্ডারি ।