রক্ত পিপাসু দুনিয়া টা আজ ,
রক্তে হোলি খেলে ।
সম্পর্ক টা আজ গুরুত্বহীন ,
স্বার্থ কথা বলে ।
ঘরে ঘরে ঝগড়া বিবাদ ,
চাওয়া পাওয়ার লোভে ।
অতি আপনও পর হয়ে যায় ,
আঁতে যদি ঘা লাগে ।
লোভ লালসায় ভরেছে সমাজ ,
অর্থই এ অনর্থের মূলে ।
মাঝ গাঙে ঠায় দাড়িয়ে তরী ,
সংকট দুই কূলে ।
ভাইয়ের মায়ের এত স্নেহের ,
কে ই বা দেয় কদর ।
ভালবাসা আজ সস্তা পণ্য ,
উৎকণ্ঠায় কাটে প্রহর ।