দুবেলা দুটো ভাতের তরে
কত লড়াই বিপ্লব ।
হাজার বাধার মাঝেও তবু ,
একটু ভালো থাকার শপথ ।
বাঁচার তাগিদে , জীবন যাপনে
চড়াই - উৎরাই পথ ।
ছাপিয়ে সব প্রতিকূলতা
হাড় ভাঙা মেহনত ।
মাথার ঘাম রোজ পায়ে ফেলা
সুখ - আহ্লাদের খোঁজে ।
চেনা পৃথিবীটা আচেনা ভীষণ
প্রতিযোগিতার ময়দানে ।
জীবন মানে বাঁচার লড়াই ,
সংগ্রামী এ জীবন ।
আধুনিকতায় তাল মেলাতে
কত না রক্তক্ষরণ !