আমরা ওরার বিভেদিতাই
শত্রুতার বীজ বোনে ।
একই মায়ের সন্তান তবু ,
লড়াই প্রতিক্ষণে ।
মা কে নিয়ে দাঙ্গা হাঙ্গামা
মায়ের অধিকার কার ...
বুঝেও যেন বোঝে না তারা
মা যে মোদের সবার ।
আমি হিন্দু , তুমি মুসলিম ,
তুমি ভিন্ন জাতি ।
ধরিত্রী মায়ের আলো ,বাতাসে ,
কই নেই তো ভাগ বাঁটোয়ারি !
চন্দ্র - সূর্য এক আকাশে
একটাই ধ্রুবতারা ।
কে হিন্দু , কে মুসলিম ,
সঙ্গী পথহারার ।
তবু কেন এ মিছিমিছি লড়াই ,
আপন ভাইয়ে ভাইয়ে ।
শত্রুতা টা থাকুক না দুরে ,
বন্ধুত্ব আসুক হৃদয়ে ।