প্রকৃতি আজ বিরূপ কেন?
এই সৃষ্টির প্রতি।
ভুমিকম্প,বন্যা ,খরা।
চারিদিকে শুধু ক্ষতি র ক্ষতি।।
...
কয়েক বছর ছিল না আগেও।
করুন দশা এমন।
নিশ্চিন্তে নির্বিঘ্নে কতো।
দিন কাটাতাম।।
..
আজ এখানে ভুমিকম্প।
কালকে বন্যা বা খরা।
প্রকৃতির আর  কী বা দোষ।
এসব তো আমাদেরই সৃষ্টি করা।
..
জলের লেয়ার নামছে নীচে।
জঙ্গল হচ্ছে সাফ।
এতো কিছু করার পরেও কী।
প্রকৃতি করবে আমাদের মাফ।।
..
এখোনো অনেক সময় আছে।
আমাদের হাতে।
একমাত্র তো আমরাই পারি।
এ বিশ্বকে বাঁচাতে।।
..
গাছ লাগাই প্রান বাঁচাই।
নিতে হবে এই পণ।
তবেই হয়তো বাঁচাতে পারবো।
আমাদের নিজেদেরই জীবন।।