তবু হায়! সাধ জাগে প্রানে
আজ কাল অথবা বহুদিন পরে
চেনা বা অচেনা পথের ধারে
কিম্বা কোন এক সাজানো বাগানে
আশা আঁকি আমাদের একদিন দেখা হবে।
কিছুটা সময় হয়তো কাটবে
পাশাপাশি নিরবে বসে।
হয়তো শীতল হৃদয়ে বার্তালাপ হবে।
অথবা কাটবে কখনো না বলা সব কথা কয়ে।
হয়তোবা কিছুটা পথ হাঁটব একসাথে,
হয়তো ক্ষণিকের রোমান্স রচিত হবে ।
তার পর একসময় ঐ টুকরো সময়কে
লুকিয়ে রেখে জোছনার নিভৃতে
ফিরে যাব যে যার বাস্তবের কাছে।