অপরূপ ,অসাধারন কিছু নয় সে;
শ্যামলা ,মিষ্টি মুখের খুবই সাধারন একটা মেয়ে।
শান্ত , চুপচাপ ধরনের । চপলতা ছিলনা মোটে।
ছিলনা বিলোল দৃষ্টি, উগ্র যৌবন।ছিল শরতের
শিশিরধোয়া সকালের মতো স্নিগ্ধতা তাকে ঘিরে।
বড়ো মধুর হাসতে পারত  সে মেয়ে।
জানিনা কখন কিভাবে আমার অগোচরে,
মনের গভীরে জায়গা করে নিয়েছিল সে।
আরক্ত বাসনায় চাইনি কখনো তাকে।
জ্বলন্ত ,উচ্ছল জীবনের পথে বিপথে
চেতনা ,চিন্তায় কোথাও ছিল না সে।
হারিয়ে যেতে দিইছি তাকে , বোধহয় ইচ্ছে করে।

তার পর কেটে গেছে বহুদিন।
মাঝে মাঝে অবচেতনে ঘা দিয়ে বলে যেত    
"আমি আছি  তোমার অন্তরে।"
মানতে চাইনি সে আছে।
তবু আমার নিখিল জুড়ে ছিল সে;
যেমন জোৎস্না থাকে  রৌদ্রে মিশে।
হঠাৎ কখনো ছবি কিছু আসত ভেসে  
সেই কিশোরির নরম মুখ,দুটো গভীর চোখে
আনমনে চাইত আমার দিকে( মনে আছে কি তার!)
জানিনা স্মৃতি না কল্পনায় আঁকা ছবি;
মাঝে মাঝে গলার সরু চেনটা ঘসত দুঅঙুলে।
খোঁজার চেষ্টা করিনি কখনো,
শুধু সহসা কখনো কিসের একটা ঢেউ উঠত হৃদয়ে।
  
বহুকাল পর হঠাৎ একদিন দেখি তাকে ফেসবুকে
শান্ত হৃদয়ে ঝড় উঠেছিল; অস্থিরতায় পেল আমাকে
তীব্র একটা চাওয়া , আমার সব ওলটপালট করলে।
বোধ,বুদ্ধি , যা কিছু গেল ভেসে পাথার আবেগে।
মানিনি কখনো ,বুঝলুম এতদিনধরে তৃষিত হৃদয়ে
শুধু খুঁজেছি তারে ।
সব ভুলে অন্ধ আবেগে বললুম,'ভালোবাসি তোকে'।
বাস্তবতার দোহাই দিয়েছে সে।
শুরু হয়নি যে গল্পের শেষ হয়েছে সে অনিবার্যে।
হারিয়ে যেতে দিয়েছি যাকে একদিন ইচ্ছে করে
নিজে আজ সে রইল দূরে জীবনের জটিলতা মেনে।

সেও মনে করবে না কখনো আমায়,
আমিও সময়ের কাছে খুঁজব না আশ্বাস।
নেই বাসনা ,ক্ষোভ ,মিছে অভিমান, ব্যথাভার।
শুধু শুভেচ্ছা তার প্রতি ,সাত রঙে রাঙিয়ে থাকুক সে।
আমিও থাকবো একই পৃথিবীর সহবাসী হয়ে।
একই আকাশের নীচে, এক আলো আমাদের 'পরে।
রেখেদেব তাকে, যেভাবে ছিল এতদিন
হৃদয়ের নিভৃত গোপনে।